টিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম জেলা সম্মেলনে সভাপতি হিসেবে রাশেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ইউসুফ নির্বাচিত
স্টাফ রিপোর্টার – জয়নাল ফয়েজী।
গত ৫ জুলাই রবিবার নগরীর বন্দরটিলাস্হ টিসিবির আঞ্চলিক কার্যালয়ে টিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন মোঃ কামরুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে যারা উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ, মোঃ নাজিম উদ্দীন, তাপস চৌধুরী, মোঃ ইসলাম, মোঃ আব্দুল মোবারক, ইউছুফ,মোঃ আজীম আলী, কিরণ মজুমদার, মোর্শেদ আহমেদ, মোঃ আলমগীর, আজীম উদ্দীন চৌধুরী, মোঃ বাবর, আনোয়ার হোসেন, অপু চৌধুরী, নান্টু কুমার দে,আব্দুস সবুর,আবছার, সেলিম চৌধুরী, মোশাররফ, মোঃ ইউসুফ, আব্দুল কাদের মোল্লা, আবুল খায়ের, সাজ্জাদ হোসেন, মোঃ ইলিয়াস, নজরুল ইসলাম প্রমূখ।
উক্ত সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের কন্ঠভোটে মোঃ কামরুল ইসলাম রাশেদকে সভাপতি ও মোঃ ইউসুফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এগারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।