পটিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারীর প্রধান হোতা গুলি রাজু গ্রেফতার,
এস টি মানিক পটিয়া প্রতিনিধিঃ-
চট্টগ্রামে পটিয়া পৌরসদরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারীর প্রধান হোতা মোঃ রাসেল প্রকাশ গুলি রাজু রাশেদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৩ জুলাই শক্রবার বিকালে পটিয়া পৌরসদর ইন্দ্রপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছিনতাইকারী কে
গ্রেফতার করার ফলে এলাকায় জনমনে স্বস্তি পিরে এসেছে। পটিয়া থানা সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ছিনতাই, মাদক, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা করে আসছে মোঃ রাসেল প্রঃ গুলি রাজু প্রঃ রাশেদুল ইসলাম। অভিযান চালিয়ে ইন্দ্রপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলি রাজুর স্বীকারোক্তি মূলে শক্রবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী লোকাল গান (এলজি) একটি অস্ত্র ও ২০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পটিয়া থানার এসআই নুরুল আমিন জানান অভিযান চালিয়ে ছিনতাইকারীর প্রধান হোতা মোঃ রাসেল প্রঃ গুলি রাজু,প্রঃ রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বসত ঘর থেকে একটি এলজি ও ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ছিনতাই, মাদক, অস্ত্রসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সুএে জানাযায় দীর্ঘদিন যাবত পটিয়ার বাইপাস সড়কে ছিনতাই, গরু চুরির ইয়াবা ব্যাবসা জমজমাট চলে আসছিল এনিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছিলো গুলি রাজুকে গ্রেফতার করার ফলে কিছুটা হলেও মানুষ স্বস্তিবোধ করছে। এদিকে সচেতন মহল বাইপাস সড়ক অপরাধ মুক্ত করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রাখার দাবি জানান।