কাজী নজরুল ইসলামের মূর্তি প্রতিস্থাপন বিষয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান

কলকাতা প্রতিনিধিঃ আসাদ আলী
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

আগামী বছর কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষ। দেশ-বিদেশ বহু জায়গায় কবির মর্মর মূর্তি স্থাপনা করা হয়েছে কবির প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা ও সম্মানে। কিন্তু তার রক্ষণাবেক্ষণে সেইমতো নজর দেয়া হয় না, যা খুবই বেদনার। তেমনি একটি আবক্ষ মূর্তি স্থাপনা টাকিতে ইছামতির তীরে স্থাপনা করেছিলেন টাকি পৌরসভা ও হাসনাবাদ বাস স্ট্যান্ড বাজার কমিটি ও মনীষী স্মৃতি রক্ষা কমিটি হাসনাবাদের উদ্যোগে, দুবার। গত ১১ই জ্যৈষ্ঠ ১৪১৪ ও ১২ই আশ্বিন ১৪১৮ তারিখে । মূর্তিটি এখনো আছে তবে নদী ভাঙ্গনের কারণে অচিরেই তা বিলীন হবে। মূর্তির নিচের মাটি ক্রমশ ক্ষয় প্রাপ্ত হচ্ছে। বিষয়টি লক্ষ্য করে বারাসাত নজরুল চর্চা কেন্দ্র বারাসাত এর পক্ষ থেকে গত ২২/০৯/২০২৩ তারিখ বিকেল ৪টায় টাকি পৌরসভার পৌর প্রধান মাননীয় সোমনাথ মুখোপাধ্যায় কে একটি স্মারকলিপি প্রদান করে দ্রুত মূর্তিটি সংরক্ষণের অনুরোধ করা হয়। পৌর প্রধান জানান ইতিমধ্যে তিনি মহকুমা শাসককে জানিয়েছেন, তিনি এও জানান যে পৌরসভার তহবিল থেকে সাধ্যমত মূর্তি সংরক্ষণের চেষ্টা করা হবে , এছাড়াও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি কেও আজ একটি স্মারকলিপি দিয়ে মূর্তির যথাযথ সংরক্ষণের দাবী জানানো হয় । স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের প্রধান ও হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন, সংগঠনের সম্পাদক শাহজাহান মন্ডল, সদস্য শামীম ভড়, কিংকর মন্ডল, গোলাম মর্তুজা, আব্দুস সামাদ, তাপস দাস, সমরেশ সরদার এবং টাকি নাগরিক সমিতির সম্পাদক প্রণব সরকার, টাকি কলেজের ছাত্র সংসদের সম্পাদক ফারুক গাজী ও এলাকার বেশ কিছু বিশিষ্ট গুণীজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি