তুহিন জেলা ক্রাইম রিপোর্টার চট্টগ্রামঃ
আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন এবং সর্বহারাদের নিজের আনন্দে শামিল করে নেওয়ার অপর নামই ঈদ। ইসলাম ধর্মাবলন্বী মানুষদের অন্যতম প্রধান উৎসব ঈদ-উল-আযহা। তবে এবছর ইদের রঙ অনেকটাই ফ্যাকাসে। কারণ বিশ্বজুড়ে চলছে করোনা সংকট স্বভাবতই মন ভালো নেই বাংলার, তাই এবছর ঈদ ঘিরে সাজোসাজো রব একটু কম। তবুও শান্তি, সম্প্রীতি আর সৌভ্রাতৃত্বের এই উৎসবে শামিল বাঙালিও। এবছর করোনার জেরে জারি রয়েছে লকডাউন। মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব বিধিও। রেড রোডে নামাজ পাঠ হয়নি, কোলাকুলি পর্ব বন্ধ। তবুও সোশ্যাল মিডিয়ায় মন খুলে চলছে শুভেচ্ছা বিনিময় পর্ব। চট্রগ্রাম সীতাকুণ্ড থানাধীন ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সুযোগ্য মহিলা মেম্বার বিশিষ্ট সমাজসেবিকা জনাবা, নুর নাহার বেগম এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহা অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।পবিত্র ঈদুল আযাহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক। মানবতার ধারক বাহক মেম্বার নুর নাহার বেগম