বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে এতিম-হাফেজ- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেন ২৫ ডিসেম্বর বিকাল বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে এতিম-হেফজখানার কোমলমতি শিক্ষার্থী- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার,দুস্থ নারীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন – মানবাধিকার আইনজীবি শামশুদ্দিন চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী এস এম মঞ্জুর আলম মাস্টার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি অ্যাড. সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাস চক্রবর্তী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-, যুবলীগ নেতা সৌরভ বড়ুয়া মামুন, মোঃ শাহ আলম বাবলুসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন এ কার্যক্রমের মাধ্যমে আগামীতেও ক্রমাগত ভাবে দুস্থ পরিবারে কম্বল -শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।