ঈদুল আজহার আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধে নির্দেশক্রমে অনুরোধ -ডিএফপির

কর্ণফুলী ডেক্স
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫২৯ Time View

কর্ণফুলী ডেক্সঃ ঈদুল আজহার আগে সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ জানিয়ে দেশের সব পত্রিকার সম্পাদক ও প্রকাশককে চিঠি পাঠিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)।
৪ জুলাই ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রোকসানা আক্তারের সাক্ষর করা চিঠি প্রকাশকদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সব ধরনের সংবাদপত্রের প্রকাশকদের দৃষ্টি আকর্ষণপূর্বক স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত এবং আনন্দে শরিক হতে সচেষ্ট হয়। এ মহৎ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের শরিক করতে সরকারি বেসরকারি পর্যায়ে ঈদুল আজহা উপলক্ষে বেতনভাতা পরিশোধ এবং উৎসবভাতা বা বোনাস দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশকদের উদ্দেশে চিঠিতে বলা হয়, ঈদুল আজহার আগেই আপনার পত্রিকায় কর্মরত সব সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতনভাতা, উৎসবভাতা বা বোনাস পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যথাসময়ে সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতনভাতা পরিশোধ করা সংবাদপত্রের মিডিয়া তালিকাভুক্ত হওয়ার অন্যতম শর্ত।

আরও বলা হয়, এ অবস্থায় আপনার সংবাদপত্রে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর বেতনভাতা ও উৎসবভাতা বা বোনাস পবিত্র ঈদুল আজহার আগেই পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category