পদ্মা সেতুর আদলে নির্মিত হবে কালুরঘাট সেতু। ওপরে চলবে গাড়ি, নিচে রেল। সবকিছু ঠিক থাকলে আগামী বছরে শুরু হবে নির্মাণকাজ এবং কাজ শেষ হতে সময় লাগবে আরও চার বছর।
… কালুরঘাট ব্রীজ নিয়ে এখন এরকম নিউজ দেখলে, মুখ ভালো রাখা যায় না! তবুও আশায় বুক বাঁধি! তবে যেদিন কাজ দৃশ্যমান হবে সেদিন বিশ্বাস করবো যে কালুরঘাট সেতু হচ্ছে।
কথায় না, এখন কাজে বিশ্বাসী বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের জনগণ। জন্মের পর বুঝ-বুদ্ধি হওয়া থেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের আশার বাণী শুনেছি। দিন শেষে হতাশ হয়েছি বার বার!
বারবার বলা হয় আগামী বছর কাজ শুরু হবে, কিন্তু সেই আগামী বছর তো আসে না, আসে নতুন নতুন সমস্যা! এমন আশাবাদী ভাবনায় আমরা বহুবার নিরাশ হওয়া পাব্লিক।
তারপরও নিজেদের আশা ছেড়ে দিয়েছি, পরবর্তীতে বাচ্চা-কাচ্চা নতুন সেতু দেখলেই হয় এখন 🥱
©