দেশ বাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ জানে আলম,
যার কথা না বললেই নয় হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও হাজারো গরীব মানুষের প্রনোদনার প্রতীক হাজী জানে আলম
দান দক্ষিনায় যিনি হাত খোলা মনে দান করেন তিনিই হলে হাজী জানে আলম, অনেক গুনে গুনানীত
যেমনঃ এলাকায় মানুষের সুবিধার্তে গড়েছেন বিদ্যালয়, মসজিদ, যেন অন্য এলাকায় কষ্ট করে যেতে না হয়, বা টাকার অভাবে যেন কোন শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়,
স্বপ্ন দেখেন তার বিদ্যালয় হইতে শিক্ষার্থীরা একদিন মানুষের মতো মানুষ হয়ে শিক্ষার ভান্ডার ছড়িয়ে দিক দেশ হতে দেশান্তরে