প্রতিপক্ষের ধারালো দায়ের কুপে হাত গেল এক যুবকের
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভাটি অঞ্চল নামে খ্যাত চাতলপাড়, ইউনিয়নের ঘুজিয়া খাই গ্রামে মামলা মোকদ্দমার জের আর পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে ওই গ্রামের মাওলানা কামরুজ্জামান (তোড়াবালি মাওলানা) র ছেলে জুনায়েদ কে কুপিয়ে মারাত্মক জখম করে।
৮ই জুলাই ২০২২ রোজ শুক্রবার রাতে অরুয়াইল চাতলপাড় রাস্তার পাশে রমজান আলীর দোকান থেকে রাত প্রায় ৮ ঘটিকার সময় জুনায়েদ চা খেয়ে বের হওয়া মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে বসে থাকা দুর্বৃত্তরা পূর্ব শত্রুতা, মামলা মোকদ্দমার জের ও ব্যক্তিগত হিংসা আর ক্ষোভ থেকে প্রতিবেশী “আলতাব আলীর ছেলে, হৃদয় গ্যাংরা হত্যার উদ্দেশ্যে জুনায়েদকে ধারালো দা আর রামদা দিয়ে সমস্ত শরীরে কুপিয়ে মারাত্বক আহত করে।তখন জুনায়েদের চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসলে দুর্বৃত্বরা পালিয়ে যায়।তাদের ধারালো দায়ের কুপে জুনায়েদের একটি হাত বেশি আঘাত প্রাপ্ত হওয়া ডাক্তাররা জুনায়েদের জীবন রক্ষার্তে বাম হাতটি কেটে ফেলে দিয়েছেন বলে জুনায়েদের পরিবার সুত্রে ও তার বাবা জানিয়েছেন।
জুনায়েদের বাবা মাওঃ কামরুজ্জামান জানান,তার ছেলে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।ডাক্তাররা জুনায়েদের বাম হাতটি কর্তন করে ফেলে দিয়েছে বলে ও জানান তিনি।জুনায়েদের বাবা মওলানা কামরুজ্জামান বলেন ওই ঘটনায় পরদিন তিনি বাদী হয়ে ৮জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন।তিনি আরো জানান,১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা চাতলপাড় পুলিশ ফাঁড়ির আই সি কাঞ্চন কুমার সিংহ জানায়, ওই ঘটনায় হৃদয় ও বাদল নামে দুই জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।