চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট সাংবাদিক এস এম মাহমুদুর রহমান প্রকাশ (এম আর তাওহীদ) ও কর্ণফুলী টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক দৈনিক আইন বার্তা পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা কর্ণফুলী টেলিভিশন পরিবারের পক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে পূর্বে ও দক্ষতার সহিদ বিভিন্ন জাতীয় পত্রিকায় বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন….
=================
পত্র/পত্রিকার অভিজ্ঞতাঃ
জাতীয় দৈনিক একুশে সংবাদ,
দৈনিক গনতদন্ত,
দৈনিক আজকের আলোকিত সকাল,
সাপ্তাহিক অপরাধ,
সাপ্তাহিক যুগ যুগান্তর
দৈনিক ক্রাইম প্রতিদিন
দৈনিক করাপশন নিউজ
দৈনিক শনির দশা
বিভিন্ন সংগঠন এর উদ্যোক্তাঃ
বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সঃ ফাঃ
জেলা পরিদর্শক – চট্টগ্রাম জেলা।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন
সাধারন সম্পাদক – চট্টগ্রাম জেলা।
জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি
সভাপতি – চট্টগ্রাম বিভাগ।
বাংলাদেশ প্রেস ক্লাব
সভাপতি – চট্টগ্রাম জেলা।
ই-প্রেসক্লাব
উদ্যোক্তা – সদস্য – চট্টগ্রাম বিভাগ।