চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ডক শ্রমিক পরিচালনা বোর্ডের প্রতিষ্ঠাতা প্রখ্যাত শ্রমিক নেতা জনাব মরহুম সিরাজুল ইসলামের স্মরণ সভা আবদুল খালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বখতিয়ার উদ্দিন খান ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক। ডক বন্দর ফেডারেশনের সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান খান আকতার উদ্দিন আহমেদ। মরহুম সিরাজুল ইসলামের পুত্র মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডক বন্দর অঞ্চল। সভায় আরো বক্তব্য রাখেন
বার্থ অপারেটর শ্রমিক কল্যাণ সমিতির মোঃ মতিন, মার্চেন্ট শ্রমিক নেতা আলম, ডক শ্রমিক নেতা জলিল মেম্বার, আবুল হাসেম। স্টাফ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান,মোহাম্মদ দিদার, ল্যসিং আন ল্যাসিং ইউনিয়নের সভাপতি মো ইকবাল,কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের সহ -সভাপতি ইদ্রিস কেরানি, উইন্সম্যান কল্যাণ সমিতির সভাপতি মো বেলাল হোসেন, আব্দুল সাত্তার,ইয়াসিন, সিরাজ, দেলোয়ার হোসেন, ওয়াঁচম্যান সমন্নয় পরিষদের সভাপতি মো হানিফ, ডক বন্দর ফেডারেশন নেতা মো বকুল, গার্মেন্টস শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান,বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সবাই বন্দরের শ্রমিক রাজনীতিতে কিংবদন্তি মরহুম সিরাজ সাহেবের কথা তুলে ধরেন, প্রধান অতিথি বন্দরের শ্রমিক-কর্মচারীদের একতাবদ্ধ থাকার জন্য অনুরোধ করেন।
সভা পরিচালনা করেন জেড আর চৌধুরী বাবু সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সিবিএ ননসিবিএ এবং অঞ্চল নেতৃবৃন্দ।