ই-প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
=================
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষি`কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ই-প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা বিভাগীয় উদ্যোক্তা সাংবাদিক মাষ্টার এম.কামাল উদ্দিন এর সঞ্চালনায় ও বিভাগীয় আহবায়ক সৈয়দ মোঃ আবু মুসা সাহেবের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কাযা`লয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন ১৯৭৫ এ দেশী বিদেশী কুচক্রী মহল সব`কালের সব` শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এদেশের মাটি ও মানুষের কপালে কালিমা লেপন করে দিয়েছিল এর থেকে উত্তোলনের পথ হচ্ছে আমাদের সাংবাদিক সমাজ তাদের লেখেনি দিয়ে সত্যের উন্মোচন করে দেওয়া,তারা আরো বলেন শোক দিবসের শোককে শক্তিতে পরিনত করে জনগনের জান মাল ও মান রক্ষাথে` যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। শহীদ বঙ্গবন্ধু পরিবারবগে`সকলের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন মৌলানা জিয়া উদ্দিন সাহেব। বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় উদ্যোক্তা ও আহবায়ক সৈয়দ আবু মুসা,বিভাগীয় উদ্যোক্তা যথাক্রমে সাংবাদিক এম.আর তাওহীদ, মাষ্টার এম.কামাল উদ্দিন, সাংবাদিক এম.আজাদ চৌধুরী, কাজী জিয়া উদ্দিন সোহেল, সাংবাদিক জাফর ইকবাল তালুকদার,সম্পাদক কপিল উদ্দিন চৌধুরী,মফিজ উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ।