কর্ণফুলী – আসাদ আলী – ই-প্রেসক্লাব, ভারতীয় শাখার প্রধান

কলকাতা বিশেষ প্রতিনিধিঃ আসাদ আলী
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৫২৩ Time View

ও কর্ণফুলী কর্ণফুলী মানুষের সব স্বপ্নগুলী
যত্ন করে আনছো তুলে ,

দুঃখ এবং কান্না ভুলি
পদ্য, ছড়া, কাব্য গড়া,

আনছো যত জবর খবর
মিথ্যার সব সাগর সেচেঁচে সত্যের সব মক্তুাগুলি ।

তোমার যত সোনার ছেলে, হাজার বিপদ হেলায় ফেলে সকাল, দপুুর, দিন, রাত্রি এক করছে ,

রোদ বৃষ্টি হেলায় ফেলে , তারাই তোমার বাংলাদেশের দামাল ছেলে ।

এই দামালে কি কামালে রাজাকার কে হটিয়ে দেশে
স্বাধীন বাংলা আনলো কেড়ে ,

আঁধার ফেড়ে আলোর বেশে …
যুগ যুগ তুই কর্ণফুলী,

তোর জন্য দু’হাত তুলি আল্লাহকে , জানাই দোয়া, তোর ছেলেরা দধেু ভাতে থাকতে পারে …

Please Share This Post in Your Social Media

More News Of This Category