ডিবি (উত্তর) বিশেষ টিম কর্তৃক ২৭৬ (দুইশত ছিয়াত্তর) পিচ ভারতীয় শাড়ি কাপড় সহ ০১জন চোরাচালানকারী গ্রেফতার”

কর্ণফুলী ডেক্স
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৮৫ Time View

ডিবি উত্তরের বিশেষ অভিযানে দুইশত ছিয়াত্তর পিচ ভারতীয় শাড়ি সহ জন চোরাচালানকারী আটক

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি উত্তরের বিশেষ টিম এর অফিসার ও ফোর্স’ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির পাহাড়তলী থানাধীন এ কে খান সংলগ্ন এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস হতে ঢাকায় ১২ বস্তা ভারতীয় শাড়ি পাঠানোর জন্য বুকিং দেওয়ার সময় হাতেনাতে রিসিভ কাউন্টার থেকে অভিযান পরিচালনা করে গত ১৩/১০/২০২২ ইং তারিখ ২৩ঃ৫০ ঘটিকার সময় চোরাচালান কারীর সদস্য মোঃ সুমন (৩২)পিতাঃ আব্দুর রহিম মাতাঃ মোছাঃ বিবি জয়নাব সাং পাকা রাস্তার মাথা সোনাইছড়ি রোড,আব্বাস মাঝির বাড়ি থানাঃ সীতাকুন্ড জেলাঃ চট্রগ্রাম (ভাসমান)কে গ্রেফতার করা হয়।উক্ত বারো বস্তায় সর্বমোট ২৭৬(দুই শত ছিয়াত্তর) পিচ ভারতীয় শাড়ি পাওয়া যায়। তার এবং অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা হয় যাহার মামলা নং ০৯ তারিখঃ ১৪/১০/২০২২খ্রিঃ

ধারাঃ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(বি) রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category