“ডিবি (বন্দর- পশ্চিম ) বিভাগের টিম-৫২ কর্তৃক ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার” মহানগর গোয়েন্দা (বন্দর- পশিম) বিভাগের টিম-৫২ কর্তৃক ২৫/১০/২০২২ ইং তারিখ ০৮.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি গোয়াল পাড়াস্হ এরশাদ উল্লা’র ভাড়া ঘরের ২নং কক্ষর ভিতর হইতে ০৫(পাঁচ) কেজি গাঁজা সহ ১)মোঃসোহেল(২৫), ২)নাজিমউদ্দীন (৪৫) দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজসে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে ক্রয় করিয়া বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। ঘটনা সংক্রান্তে সিএমপি কোতোয়ালি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।