চাকুরির স্হায়ী নিয়োগ পত্র ও বছরি পাশ করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধিঃ এম এ আজাদ চৌধূরী
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৯৭ Time View

চাকুরির স্হায়ী নিয়োগ পত্র ও বছরি পাশ করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত 

আজ ১৩/১১/২০২২ রবিবার জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রাম অন্তর্ভুক্ত চট্টগ্রাম বন্দর কর্মরত বার্থ অপারেটর শ্রমিক কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে বার্থ অপারেটর শ্রমিকদের দাবী চাকুরীর স্হায়ী নিয়োগ পত্র ও বছরি পাশ দেয়ার দাবী জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সঞ্চলনায় ছিলেন ১০ নং বার্থ অপারেটর শ্রমিক এবং বার্থ শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাজান, সভাপতিত্ব করেন আনোয়ার মুন্সি, উক্ত প্রধান অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন এম এ আজাদ চৌধুরী, সহ জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল, বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান বাবু, যুগ্ম সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল, মো দিদার,মোঃ জলিল মেম্বার, ৭ নং বার্থ শ্রমিক মালেক, ১২ নং বার্থ শ্রমিক ফারুক, ১৩ নং বার্থ শ্রমিক বাবু ২ নং বার্থ শ্রমিক কামাল, ৬ নং বার্থ শ্রমিক নুরুল ইসলাম, ৯ নং বার্থ শ্রমিক মো মুসলিম, ৩ নং বার্থ শ্রমিক মোঃ শাহাজান প্রমুখ উপস্থিত সবাই অনতিলম্বে বার্থ বছরি পাশ ও চাকুরির স্হায়ী নিয়োগ পত্র দিয়ে শ্রমিকের দাবি পূরনের জন্য মালিক পক্ষের নিকট জোর দাবী জানান, দাবী আদায়ের পক্ষে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের নেতৃবৃন্দ সহমত পোষণ করেন, সবাই কে আগামীতে সকল দাবী পুরণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান, সভাপতির তার বক্তব্যের পর আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category