হাফেজ নগর মহান পবিত্র ওরশ শরীফ
১৮ মাঘ ১৪২৯ বাংলা, ৯ রজব ১৪৪৪ হিজরি, ১লা ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার, দর মদহে ফখরে যামান, পে-শওয়ায়ে সা-লেকা, মা’দীনে কাশফ ও কারা-মা-ত, মাম্বা-এ-ফুয়ূযা-ত, মাসদারে কামা-লা-ত আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ ক্বারী সূফী সৈয়দ_ফজলুর_রহমান_হাফেজনগরী_মাইজভান্ডারী (ক.) এর ৯০ তম মহান পবিত্র বার্ষিক ওরশ শরীফ চট্টগ্রাম জেলার, চন্দনাইশ, সাতবাড়ীয়া, হাফেজ_নগর_দরবার_শরীফ গাউছিয়া_মাবুদ_মঞ্জিলে মহা সমারোহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
দরবারের সকল আওলাদ ও আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে
উক্ত মহান পবিত্র বার্ষিক ওরশ শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে দাওয়াত রহিল
মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের মুরশিদ কেবলার নজরে করম, ফয়েজ, রহমত ও বরকত আমাদের নসীব করুন (আমিন)।