তিব্বতে শান্তি ও মানবাধিকার রক্ষায় চট্টগ্রামে প্রতিবাদ র‌্যালী।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১ Time View

তিব্বতে শান্তি ও মানবাধিকার রক্ষায় চট্টগ্রামে প্রতিবাদ র‌্যালী আজ (১৩ই ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় তিব্বতের জনগণের মানবাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে চট্টগ্রামস্থ কোতোয়ালী থানা মোড় হতে প্রতিবাদ র‌্যালী করে মানবাধিকার সমাজ বাংলাদেশ। র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, তানজিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, ইমতিয়াজ আহমেদ প্রমুখ। তিব্বত স্বাধীনতা দিবসে  দেশের জনগণের শান্তি ও মানবাধিকার নিশ্চিত করণের দাবীতে এই র‌্যালী ও পথসভা। তাদের দাবি তিব্বতীরা আজ  নিজের দেশ ছেড়ে বিভিন্ন দেশে শরনার্থী হিসেবে বসবাস করছে। অথচ ১৯১২ সালের ১৩ই ফেবব্রুয়ারী আজকের এই দিনে তিব্বত স্বাধীনতা লাভ করে। ১৯৫৯ সালে চীন তাদের ধর্মীয় নেতা দালাই লামা সহ তিব্বতীদের তাড়িয়ে দিয়ে দখল করে নেয়। সেই থেকে তিনি এবং তাঁর দেশের জনগণ ভারতে ও বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করে আছে। চীন কয়েক দশক ধরে তিব্বতের গর্বিত  সংস্কৃতি এবং ইতিহাস ধ্বংস করার জন্য প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, তিব্বতী পুরুষ, নারী এবং শিশুরা কেবল তাদের বিশ্বাস অনুশীলন করতে চায়, তাদের ভাষায় কথা বলতে চায় এবং সহিংসতা এবং ভীতি প্রদর্শন থেকে মুক্ত তাদের সংস্কৃতি উদযাপন করতে চায়। তবুও বেইজিং কয়েক দশক ধরে তিব্বতের গর্বিত সংস্কৃতি এবং ইতিহাস ধ্বংস করার জন্য একটি প্রচারণা চালিয়েছে, যা বিশ্বব্যাপী স্বাধীনতাপ্রিয় জনগণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি আহ্বান হিসাবে রয়ে গেছে। তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা ইউরোপিয়ান পার্লামেন্টে দেয়া ভাষণে সংঘাত ও শোষন থেকে সরে এসে বিশ্ব ভাতৃত্ব, শান্তি ও মানবাধিকার রক্ষায় সকলকে তিব্বতীদের পাশে দাড়ানোর আহবান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

এই মহৎ ব্যক্তিটির নাম কাজী সফিউল হাসান সজিব মহরম কাজী জসীমউদ্দীনের ছেলে দেবিদ্বার উপজেলা এলাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামের কৃতি সন্তান রমজান মাসে একটি মহৎ কাজ করে যাচ্ছেন তিনি রোজার প্রথম দিন থেকে পুরো মাস ওনার প্রতিষ্ঠানের কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং আলতাজের হোটেল এন্ড রেস্টুরেন্ট ১২০ প্লেট ইফতার সামগ্রী একদম ফ্রি খাওয়াচ্ছে গাড়ির স্টাফদের কে এবং যাত্রীদেরকে। যাত্রীদের চাহিদা অনুযায়ী আরো প্লেট বাড়ানো হবে তিনি বলেন রমজান মাসে সকল ব্যবসায়ীরা ইফতার সামগ্রী অনেক উচ্চ দামে বিক্রি করে অনেক অসহায় যাত্রী ইফতারের সময় হোটেলে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকে ইচ্ছা থাকলেও টাকার অভাবে কিনে খেতে পারে না এসব ভেবে আমি এই উদ্যোগটি নিয়েছি ইফতারের দাম প্রসঙ্গে তিনি বলেন যাদের মনের মধ্যে এ নিয়ে কোন দ্বিধা বা সংশোচন না থাকে এই কারণে দান বাক্স মধ্যে টাকা দিয়ে যেতে পারবেন ওই টাকা মসজিদে দান করা হবে এটি দয়া বা দানের পর্যায়ে পড়বে না যেখানে রমজান মাসে এলে আমাদের দেশের ব্যবসায়ীদের মধ্যে নিত্যপূর্ণের দাম বাড়ানো এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় সেখানেই এই মানুষটি এই মহতী উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবিদার শ্রদ্ধা জানাই এই ভালো মানুষটিকে আল্লাহ পাক আপনার বাবাকে জান্নাত নসিব করুক এবং আপনাকে সবসময় ভালো রাখুক।

এই মাহে রমজান উপলক্ষে ফ্রী ইফতার খাওয়াচ্ছেন কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট