তিব্বতে শান্তি ও মানবাধিকার রক্ষায় চট্টগ্রামে প্রতিবাদ র‌্যালী।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

তিব্বতে শান্তি ও মানবাধিকার রক্ষায় চট্টগ্রামে প্রতিবাদ র‌্যালী আজ (১৩ই ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় তিব্বতের জনগণের মানবাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে চট্টগ্রামস্থ কোতোয়ালী থানা মোড় হতে প্রতিবাদ র‌্যালী করে মানবাধিকার সমাজ বাংলাদেশ। র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, তানজিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, ইমতিয়াজ আহমেদ প্রমুখ। তিব্বত স্বাধীনতা দিবসে  দেশের জনগণের শান্তি ও মানবাধিকার নিশ্চিত করণের দাবীতে এই র‌্যালী ও পথসভা। তাদের দাবি তিব্বতীরা আজ  নিজের দেশ ছেড়ে বিভিন্ন দেশে শরনার্থী হিসেবে বসবাস করছে। অথচ ১৯১২ সালের ১৩ই ফেবব্রুয়ারী আজকের এই দিনে তিব্বত স্বাধীনতা লাভ করে। ১৯৫৯ সালে চীন তাদের ধর্মীয় নেতা দালাই লামা সহ তিব্বতীদের তাড়িয়ে দিয়ে দখল করে নেয়। সেই থেকে তিনি এবং তাঁর দেশের জনগণ ভারতে ও বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করে আছে। চীন কয়েক দশক ধরে তিব্বতের গর্বিত  সংস্কৃতি এবং ইতিহাস ধ্বংস করার জন্য প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, তিব্বতী পুরুষ, নারী এবং শিশুরা কেবল তাদের বিশ্বাস অনুশীলন করতে চায়, তাদের ভাষায় কথা বলতে চায় এবং সহিংসতা এবং ভীতি প্রদর্শন থেকে মুক্ত তাদের সংস্কৃতি উদযাপন করতে চায়। তবুও বেইজিং কয়েক দশক ধরে তিব্বতের গর্বিত সংস্কৃতি এবং ইতিহাস ধ্বংস করার জন্য একটি প্রচারণা চালিয়েছে, যা বিশ্বব্যাপী স্বাধীনতাপ্রিয় জনগণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি আহ্বান হিসাবে রয়ে গেছে। তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা ইউরোপিয়ান পার্লামেন্টে দেয়া ভাষণে সংঘাত ও শোষন থেকে সরে এসে বিশ্ব ভাতৃত্ব, শান্তি ও মানবাধিকার রক্ষায় সকলকে তিব্বতীদের পাশে দাড়ানোর আহবান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি