পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মুহাম্মদ বদিউল আলম

কর্ণফুলী ডেক্স
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৫ Time View

পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মুহাম্মদ বদিউল আলম।

চট্টগ্রাম ১২ পটিয়া আসনে হাবিলাসদ্বীপ ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তিনি এ সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন। শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুন লেগে মিজানুর রহমানের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা। রবিবার বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে কম্বল, শাড়ি, লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন মুহাম্মদ বদিউল আলম। এ সময় তিনি তাদের আশ্বস্থ করে বলেন, আমি ব্যাপকভাবে আরো পাশে থাকার চেষ্টা করবো। সমাজের বিত্তবানদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মাস্টার আবুল কালাম, দেলোয়ার হোসেন মেম্বার, যুবনেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, রবিন উদ্দিন, আশিক, আতিক হাসান, ইসমাইল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category