নেত্রকোনা জেলা সদরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৩ উপলক্ষ্যে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধান্জলি জ্ঞাপন করেছে সক্রিয় সাংবাদিকদের সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সাংবাদিকেরা শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন (সভাপতি,হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম), প্রভাষক ও সাংবাদিক বিজয় দাস,সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, এডভোকেট জহিরুল ইসলাম (রানা),মোঃ হাবিবুর রহমান (ব্যাংক কর্মকর্তা), সাখাওয়াত হোসেন মাস্টার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সিনিয়র -সহ সভাপতি সাংবাদিক রবিকুল ইসলাম রিপন, সহ- সভাপতি সাংবাদিক বাবুল,সহ-সভাপতি সাংবাদিক মাহফুজুর রহমান খান (তৌহিদ), সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাংবাদিক শংকর সরকার, মোহনগঞ্জ উপজেলা আহ্বায়ক বুলবুল আহমেদ, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক শেখ আব্দুল কাদির, সাংবাদিক শান্তা ইসলাম কথা,সাংবাদিক মানিক মিয়া,নওয়াব হোসেন তালুকদার,সোহাগ রানা,শ্যামল সরকার প্রমুখ।
উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।