চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মানববন্ধন

কর্ণফুলী ডেক্স
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২ Time View

চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে আজ শুক্রবার ২৪ফেব্রুয়ারী দুপুর ৩টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিপরীতে অবস্থিত USTC কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ দখলদারিত্ত্বে থাকা পাহাড়তলী বধ্যভূমিতে অনুষ্ঠিত এক প্রতিবাদী সমাবেশ থেকে উক্ত নতুন কর্মসূচী ঘোষিত হয়েছে। আদালতের রায় মেনে পাহাড়তলী বধ্যভূমি এর জন্য বরাদ্দকৃত ১.৭৫ একর জমি পুন:রুদ্ধার পূর্বক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত “পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স” প্রকল্প বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যে করার দাবিতে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের এক অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে- পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন পরিষদ।পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন পরিষদ এর আহবায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা এর সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্বঘোষিত এই প্রতিবাদী সমাবেশ ও বানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ত্ব করেন মুক্তিযোদ্ধা, গবেষক ও চিকিৎসক মাহফুজুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য পরিষদ এর সদস্য সচিব মোহাম্মদ শাহাবউদ্দিন আঙ্গুঁর। সমাবেশে একত্ত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নট্যজন প্রদীপ দেওয়ানজী, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, নাট্যজন মাশরুজ্জামান মুকুট, গণ অধিকার চর্চা কেন্দ্র প্রতিনিধি ভাস্কর চৌধুরী, আওয়ামী লীগ নেতা সেলিম বাদশা, আবুল হাসনাত পেয়ারু, শহীদ পরিবারের সদস্য মহিন উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা নেওয়াজ খান, জসীম উদ্দীন, জাহাঙ্গীর কবির নয়ন, মো. জসীম উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলী, মোহাম্মদ রাশেদ খান, মোহাম্মদ জানে আলম, মো. জয়নাল আবেদিন, ছাত্রনেতা মো. সোহেল, আসাদ হোসেন রুবেল, মোর্শেদ চৌধুরী, আব্দুল করিম, আশরাফ আজীম খান, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ফাহিম উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার, রনি সরকার, জাবেদ হোসেন, মোহাম্মদ রুবেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রতিনিধি নুরুদ্দিন আবু, ব্যাংকার শাহাদাত হোসেন, গণ মাধ্যম কর্মী আব্দুল হান্নান হীরা , আশিক আরেফিন, নাট্যকর্মী মোশারফ হোসেন পলাশ, পাহাড়তলী বধ্যভূমি রক্ষা পরিষদ সদস্য আবু সুফিয়ান, মোহাম্মদ নাছির প্রমুখ।বক্তাগন বলেন “দেশের বৃহত্তম বধ্যভূমি হিসাবে চিহ্নিত পাহাড়তলী বধ্যভূমির জমি থেকে আদালত কর্তৃক অবৈধ দখলদারিত্ত্ব উচ্ছেদ করে সেই জমি (BS-ও-দাগের পৃ ভূমি ১.৭৫ একর) তে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত “পাহাড়তলী বধ্যভূমি কমপ্লেক্স” দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রতিষ্ঠার উদ্দ্যোগ নিতে হবে। অন্যথায় তা আদালত অবমাননা হিসাবে বিবেচিত হবে।” প্রতিবাদী সমাবেশ এর শুরুতে প্রতিবাদি কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার আশিক আরেফিন এবং নাট্যাধার প্রযোজনা প্রদীপ দেওয়ানজী রচিত নাটক অবলম্বনে আহম্মদ কবীর কর্তৃক গ্রন্থিত গীতরঙ্গ ‘USTC বধ্যভূমি’ প্রদর্শীত হয়। গীতরঙ্গটিতে অভিনয় করেন নজরুল ইসলাম তুহিন, জসিম উদ্দিন, জয়া দাশ, মুক্তা বিশ্বাস, মোহাম্মদ নাছির, মোহাম্মদ রাসেল, রুবেল চৌধুরী, মোহাম্মদ সুলতান, মোহাম্মদ আশিক। সমাবেশ শেষ উপস্থিত দেশপ্রেমীক জনগনের অংশগ্রহণে দাবির প্রতি একাত্ত্বতা প্রকাশমূলক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী ০২ মার্চ, ২০২৩ সকাল ১০ টায় কোর্ট বিল্ডিং এর নিচে অবস্থিত গণহত্যা স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের অবস্থান শেষে জেলা প্রশাসককে স্মারকলীপি প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

এই মহৎ ব্যক্তিটির নাম কাজী সফিউল হাসান সজিব মহরম কাজী জসীমউদ্দীনের ছেলে দেবিদ্বার উপজেলা এলাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামের কৃতি সন্তান রমজান মাসে একটি মহৎ কাজ করে যাচ্ছেন তিনি রোজার প্রথম দিন থেকে পুরো মাস ওনার প্রতিষ্ঠানের কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং আলতাজের হোটেল এন্ড রেস্টুরেন্ট ১২০ প্লেট ইফতার সামগ্রী একদম ফ্রি খাওয়াচ্ছে গাড়ির স্টাফদের কে এবং যাত্রীদেরকে। যাত্রীদের চাহিদা অনুযায়ী আরো প্লেট বাড়ানো হবে তিনি বলেন রমজান মাসে সকল ব্যবসায়ীরা ইফতার সামগ্রী অনেক উচ্চ দামে বিক্রি করে অনেক অসহায় যাত্রী ইফতারের সময় হোটেলে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকে ইচ্ছা থাকলেও টাকার অভাবে কিনে খেতে পারে না এসব ভেবে আমি এই উদ্যোগটি নিয়েছি ইফতারের দাম প্রসঙ্গে তিনি বলেন যাদের মনের মধ্যে এ নিয়ে কোন দ্বিধা বা সংশোচন না থাকে এই কারণে দান বাক্স মধ্যে টাকা দিয়ে যেতে পারবেন ওই টাকা মসজিদে দান করা হবে এটি দয়া বা দানের পর্যায়ে পড়বে না যেখানে রমজান মাসে এলে আমাদের দেশের ব্যবসায়ীদের মধ্যে নিত্যপূর্ণের দাম বাড়ানো এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় সেখানেই এই মানুষটি এই মহতী উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবিদার শ্রদ্ধা জানাই এই ভালো মানুষটিকে আল্লাহ পাক আপনার বাবাকে জান্নাত নসিব করুক এবং আপনাকে সবসময় ভালো রাখুক।

এই মাহে রমজান উপলক্ষে ফ্রী ইফতার খাওয়াচ্ছেন কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট