চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলমের ফুলের শুভেচ্ছা। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী’র সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম। বুধবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে মুহাম্মদ বদিউল আলম সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা হাসান শরীফ, মোঃ মামুন, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, খোরশেদ আলম, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, সাইফুদ্দিন ভোলা, সাইফুল ইসলাম, আবদুল আউয়াল, মোঃ আরিফ, ছোটন আচার্য্য, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল প্রমূখ। এসময় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম ফুল দিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে অভিনন্দন জানান। এসময় মোতাহেরুল ইসলাম চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো একদাপ এগিয়ে নিতে হবে। এজন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।