তিস্তা পানি সম্পদের সংরক্ষণে মত প্রকাশ

কর্ণফুলী ডেক্স
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৮১ Time View

তিস্তা ব্যারেজের উজানে ড্রেজিং এর মাধ্যমে ভূ-উপরিস্থ পানি সম্পদ সংরক্ষণ ও যথার্থ ব্যবহার এবং কুড়িগ্রাম জেলায় তিস্তা নদীর বামতীর সংরক্ষণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর এক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিস্তা ব্যরেজ সংলগ্ন অবসর হল রুমে এ মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী মো: মাহাবুবর রহমান এতে সভাপতিত্ব করেন। নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উদ্যেগে এবং নদী গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা নীলফামারি ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক মো: রমজান আলী প্রামানিক,পরিকল্পনা, নকশা ও গবেষণা বিষয়ক অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা,পরিকল্পনা বিষয়ক প্রধান প্রকৌশলী ড.শ্যামল চন্দ্র দাস,তত্বাবধায়ক প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা। এ কর্মশালায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গনের কারণ ও প্রতিকার,ভূ-উপরিস্থ এবং ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি, তিস্তা এবং এর আওতাধীন অন্যান্য নদী সমূহের মাধ্যমে সংযোগ স্থাপন করে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করা সহ নদী ভিত্তিক বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করণ বিষয়ে আলোচনা করা হয়।এ সময় পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল জোনের সকল নির্বাহী প্রকৌশলী,নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাগন,জনপ্রতিনিধি ও অনলাইন,প্রিন্ট সাংবাদিকগন উপস্থিত ছিলেন।।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category