সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬ আহত ১৭

বিশেষ প্রতিনিধিঃ মোঃ আবদুল কাদের
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২২৯ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জনের নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছে ১৭ জন। আহতদের উদ্ধার করে চমেকে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস, গাউসিয়া কমিটির সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‌‘সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে । আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। নাদিরা নূর অতিরিক্ত পুলিশ সুপার শিল্প পুলিশ, চট্টগ্রাম জানিয়েছেন আমাদের উদ্বার কর্মীর একটি টিম চমেক হাসপাতাল থেকে নিশ্চিত করেছেন ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে তা এখনও জানা যায়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category