মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র শবে বরাত পালিত

কর্ণফুলী ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৯০ Time View

মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র শবে বরাত পালিত ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় এবং নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্তাবধানে মঙ্গলবার (৭ মার্চ) বাদ এশা হতে ইবাদত–বন্দেগির মধ্য দিয়ে শবে বরাত পালন করেন আগত আশেক ভক্তরা। দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর ছদারতে পরবর্তীতে গাউছুল আজম বিল বেরাছত হজরত মওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী (ক:), অছিয়ে গাউছুল আজম হজরত মওলানা শাহ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক:), শাহানশাহ হজরত মওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর রওজা শরীফ জিয়ারাত করা হয়। পবিত্র শবে বরাত উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর রওজা শরীফে আলোকসজ্জা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category