মাষ্টার এম.কামাল উদ্দিন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সালিশী পন্চায়েত কমিটির চেয়ারম্যান মনোনীত

কর্ণফুলী ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৩৩ Time View

রাজনৈতিক শিক্ষা ক্ষেত্র ঐতিহ্যবাহী উত্তর কাট্টলী ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট লেখক ও রাজনীতিবিধ ডঃ নিছার উদ্দিন আহমেদ মন্জু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সালিশী পঞ্চায়েত কমিটির (আগ্রাপাড়া-উঃ/দক্ষিন),ভি,জে,পি, কলাবাগান) জন্য উক্ত এলাকার সমাজ সেবক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাষ্টার এম.কামাল উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছন,জানা গেছে গতকাল ০৯/০৩/২০২৩ ইংরেজি দুপুর ০৩ ঘটিকায় উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিল সেক্রেটারী জনাব ইয়াকুব সাহেব ও কাউন্সিলর সাহেবের এ.পি.এস রুকন উদ্দিন চৌধুরী মারফত কাউন্সিলর পক্ষে এক দাপ্তরিক পত্রদ্বারা মাষ্টার এম কামাল উদ্দিনকে জানানো হয়। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করিলে তিনি বলেন- ঐতিহ্যবাহী উঃ কাট্টলী যুগে যুগে খ্যাতিমান,দানবীর ও দ্বীনদার ব্যক্তিবর্গের উপহার দিয়ে আসছে,তারই ধারাবাহিকতায় ডঃ নিছার উদ্দিন আহমেদ মন্জু তাদের মধ্যে একজন। তিনি একাধারে ক্রীড়াবিদ,শিক্ষাবিধ,রাজনীতিবিদ, দানবীর ও লেখকও বটে।বাংলাদেশের মধ্যে তিনিই একমাত্র ডক্টরেট কাউন্সিলর যা আমাদের কাট্টলীর ঐতিহ্যের ধারক তাই এলাকাবাসী বারে বারে তাকে বিপুল ভোটে নির্বাচিত করে।আমি আদর্শবান এই সামাজিক ও মানবিক নেতার সাথে কাজ করে স্বাচ্ছন্দ বোধ করি,মাননীয় সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আজকে আমাকে পঞ্চায়েত চেয়ারম্যান করে যে গুরু দায়িত্ব দিয়েছেন তার জন্য মহোদয়ের নিকট চির কৃতগ্গতা জানাচ্ছি এবং তা আমি আমার পরিষদের সকলকে নিয়ে যথাযতভাবে পালনের অঙ্গিকার করিলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category