১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ডঃ নিছার উদ্দিন আহমেদ মন্জু’র সহিত নব গঠিত পঞ্চায়েত কমিটির মতবিনিময়।

সিনিয়র প্রতিবেদক: কামাল উদ্দিন
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৯৪ Time View

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের জনপ্রিয় ও বার বার নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র ডঃ আলহাজ্ব নিছার উদ্দিন আহমেদ মন্জু উত্তর কাট্টলীস্থ আগ্রাপাড়া(উঃ/দক্ষিন), কলাবাগান, নুতনপাড়া,ভি,জে,পি,বাগদাদ,সাগরিকা এলাকার সামাজিক কর্মকাণ্ড,তথ্য যাচাই ও সামাজিক বিচার কার্য সুষ্ঠু পরিচালনার জন্য ”শালিনী পঞ্চায়েত কমিটি”গঠন করেন,তিনি আশা করেন সমাজের ভাল মানুষের প্রতিনিধিত্ব নিঃসন্দেহে সমাজ বিশুদ্ধ থাকে তাই তিনি সমাজের সত্যবাদী ও মানবতাদীদের সমন্বয়ে শালিসী পঞ্চায়েত কমিটি করার উদ্যোগ গ্রহন করেন। গত ১৩/০৩/২০২৩ তারিখ উক্ত পঞ্চায়েত কমিটির সাথে ডঃ নিছার উদ্দিন আহমেদ মনজুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রতিনিধিত্ব করেন পঞ্চায়েত কমিটির চেয়ারম্যান মাষ্টার এম কামাল উদ্দিন,উপস্থাপনা করেন পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য হারুনুর রশিদ এম.এ। কাউন্সিলর নেতৃবৃন্দের উদ্যেশ্যে বলেন- আপনাদের উপর যে গুরু দায়িত্ব অর্পন হলো তা সঠিকভাবে পালনের মাধ্যমে এলাকার অবহেলিত লুকায়িত সমস্যা দ্রুবিভূত হবে। তিনি আশা করেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সর্বজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরী এবং কমিটির সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।কমিটির চেয়ারম্যান মাষ্টার এম. কামাল উদ্দিন ও সকল নেতৃবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের অঙ্গিকার ব্যক্ত করেন। নবগঠিত পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ হলেন-চেয়ারম্যান মাষ্টার এম.কামাল উদ্দিন, কো-চেয়ারম্যান আব্দুল আজিজ,উপদেষ্টা যথাক্রমে -বীরমুক্তিযোদ্বা শফি বাঙালি ও মোঃ ফয়েজ আহাম্মদ,সদস্য-মোঃ হারুনর রশিদ এম.এ,এয়ার মোঃ বাদশা,মোঃ নুরুল ইসলাম রিয়াদ,মোঃ মোস্তফা মামুন ভূঁইয়া,মোঃ ওয়াসিম উদ্দিন। উপস্থিত ছিলেন – সাবেক মন্ত্রী জহুর আহাম্মদ চৌধুরী বাড়ীর পঞ্চায়েত কমিটির সাইদুর রহমান পুতুল, শাহ আমানত পাড়া পঞ্চায়েত কমিটির মোঃ আবু সুফিয়ান,দঃ আগ্রাপাড়া সমাজের উপদেষ্টা মোঃ লোকমান, কালি বাড়ী পঞ্চায়েত কমিটির শিবু বিশ্বাস,সেন বাড়ীর প্রতিনিধি প্রদীপ,স্ফোর্ট একাডেমির সম্পাদক মণ্ডলীর সদস্য মোঃ ইসহাক,মোঃ ইব্রাহিম, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, আরমান চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category