সংবাদ সম্মেলনে রাজপথে আন্দোলন ও উচ্চ আদালতে আইনী লড়াই যুগপৎ চালিয়ে যাওয়ার ঘোষণা

কর্ণফুলী ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৭৯ Time View

সংবাদ সম্মেলনে রাজপথে আন্দোলন ও উচ্চ আদালতে আইনী লড়াই যুগপৎ চালিয়ে যাওয়ার ঘোষণা চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের আহ্বানে গতকাল ১৫ মার্চ সকাল ১১ টায় নগর ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশ ও মেয়র অনুসারীদের হামলা ও আন্দোলনকারীদের সম্পর্কে স্বাধীনতাবিরোধী অপশক্তি হিসেবে অপপ্রচার করার নিন্দা জানিয়ে আজ দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পপি। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নুরুল আবছার, সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি ইসমাইল মনু, মুখপাত্র কাজী শহীদুল হক স্বপন, আ্যরশাদ হোসেন, মুজিবুল হক, অলি আহমদ, আবদুর রহিম, আব্দুর রাজ্জাক, আবুল কাশেম। সংবাদ সম্মেলন থেকে রাজপথে আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। নগরের ৪১ টি ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠন ও উচ্চ আদালতে আইনী লড়াই করা হবে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category