প্রিয় আশেকানে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারী।

কর্ণফুলী ডেক্স
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৬৪ Time View

প্রিয় আশেকানে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারী।
মহান রাব্বুল আলামিনের দোয়ার পরবশ হইায়া ১৩৩৯ বাংলা ১১ মাঘ জগতের বুকে রহমত স্বরূপ মিম পতাকা তথা মুহাম্মদী নিশানের ধারক বাহক রুপে একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছিলো।মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি ১৩৯৪ বাংলা ১০ চৈত্র বৃহস্পতিবার মহান আল্লাহর ভালবাসায় নিমগ্ন হইয়াছেন।লোক চক্ষুর আড়ালে থাকিয়াও যিনি আশেকানদের ভালোবাসার ডাকে সাড়া দেন, আশেকানদের অন্তরে যিনি সর্বদা বিরাজমান,যাহার নাম স্মরণে পাপি দিল পবিত্র হইয়া যায়,অন্তরে কালিমার জোয়ার বহিতে থাকে,তিনি আমাদের সেই প্রাণ প্রিয় মুর্শীদ কেবলা,কুতুবে রাব্বানী মাহাবুবে ছোবহানী,হযরত শায়খ আবু মুহাম্মদ মির মহিউদ্দীন সৈয়দ #গাউছুল_আজম_আবদুল_কাদের_জিলানী আল হাসানি ওয়াল হোসাইনি রাদিআল্লাহু তাআ’লা আনহুর ১৩ তম বংশধর,ও বাংলাদেশের জমিনে একমাত্র প্রবর্তিত তরীকায়ে #গাউছুল_আজম_মাইজভান্ডারী, অন্যতম খলিফা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশরাফুল আউলিয়া হযরত আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা সূফী #সৈয়দ_ফজলুর_রহমান হাফেজনগরী মাইজভান্ডারী (ক.) এর ছোট শাহজাদা, মাদারজাত আউলিয়া আওলাদে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূফী সম্রাট মুফ্তী-এ-আজম হযরত মাওলানা #সৈয়দ_মাবুদুল_হক হাফেজনগরী মাইজভান্ডারী (ক.) ডাবল টাইটেল গোল্ড মেডেলিষ্ট উর্দূ আদীব বাবা জান কেবলা। আগামী ১০ চৈত্র ১৪২৯ বাংলা, ০২ রমজান ১৪৪৪ হিজরি, ২৪ মার্চ ২০২৩ ইং শুক্রবার, বাবাজান কেবলার মহান পবিত্র বার্ষিক ৩৫ তম ওরশ শরীফ মহা সমারোহে, হাফেজ নগর দরবার শরীফ, গাউছিয়া মাবুদ মঞ্জিলে অনুষ্টিত হইবে ইনশাআল্লাহ। অতএব, এই মহান বার্ষিক ওরশ শরীফে হাজির হইয়া মাশুকের প্রেমে আপনার অন্তরে মুর্শীদের ভালবাসার আগুন জ্বালাইবার বাসনা রাখেন। এবং দরবারে হাজির হইয়া মওলার ভাব নিয়া কাঁদিতে থাকেন, ভাব সমুদ্রের এমন এক ফোটা চোখের পানি দোযখের বিশাল অগ্নি শিখা নিভাইতেও সক্ষম। মুছিবতের জীবনে মুক্তির সকল চেষ্টা ব্যর্থ হয়ে মানুষ যখন দিশেহারা তবে আসুন পার্থিব মোহ বন্ধন ছিড়ে, মনের ক্ষুদ্রতা ঝেড়ে, বস্তু মোহের কবল হইতে মুক্তির তরে, ছুটে আসুন মুর্শীদের কদমে, চলে আসুন মিম পতাকা তলে। মাবুদ বাবার মিলন মেলায় বাজুক মোহন বাঁশী, বহোক যমুনা ঝরুক আঁখি,হোকনা মাখা মাখি, আসুক প্রত্যাশিত মুক্তি। সকলের প্রতি ইফতার ও সেহেরীর দাওয়াত রহিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি