চট্টগ্রাম জেলা পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত

কর্ণফুলী ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

আজ ২০/০৩/২০২৩ খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সম্মানিত সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম। বৃষ্টিস্নাত বিকাল ০৪.৩০ টায় মোটরকেড শোভাযাত্রা বেষ্টিত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে প্রবেশ করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়। সম্মানিত প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে ক্রীড়া ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদীপ্ত সরকার পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপি মহোদয়কে `গার্ড অব অনার’ প্রদান করেন। অতঃপর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়। প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি মহোদয় বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় আমরা দেশে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি।পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আমরা ভালো কাজ করেছি, এজন্য আত্মতুষ্ঠীতে ভুগলে হবে না; আগামীতে আরো ভালো কাজ করতে হবে। বঙ্গবন্ধুর ‘জনগণের পুলিশ’ হওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সেবার মান বাড়াতে হবে।আ?!চট্টগ্রাম জেলা পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিতইজিপি মহোদয় বলেন, অসহায় মানুষ সেবা পেতে থানায় আসে। থানায় আসা মানুষ যেন তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা পায় সেজন্য সকল পুলিশ সদস্যকে সচেষ্টা থাকতে হবে। পুলিশ প্রধান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি পুলিশি সহায়তা পেতে ৯৯৯ এ কল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে বার্ষিকপুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এর কেক কাটেন তিনি। সন্ধ্যা ০৭:৩০ টায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন শুরু হয়। বরেণ্য শিল্পীদের মনোমুগ্ধকর সব গান, নৃত্য ও কৌতুকের পরিবেশনায় মোহিত হন উপস্থিত সবাই। অতঃপর অতিথিবৃন্দকে সাথে নিয়ে নৈশভোজে অংশগ্রহণ করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. বি. এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, চট্টগ্রাম-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পদবির পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় কোলাগাঁও ইউনিয়নে দোয়া মাহফিল। সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল শুক্রবার (৭ই এপ্রিল) বাদে মাগরিব পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, মাওলানা জয়নাল আবেদিন, শাহ্জাদা হাজী মাহবুব আলম গরিবী, আবু তাহের, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শফি, মোহাম্মদ নাসির, আবদুল রহিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, আবদুল আজিজ, মোহাম্মদ আরমান প্রমূখ। পটিয়ার গণমানুষের নেতা মুহাম্মদ বদিউল আলম এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদিন।

মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় কোলাগাঁও ইউনিয়নে দোয়া মাহফিল

যুবলীগ নেতা মুহাম্মদ বদিউল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শুক্রবার (৭ই এপ্রিল) বাদে জুমা পটিয়া হযরত আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ্ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আউলাদে আমির বদরোজ্জোদা আমিরী, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুজ্জামান আমিরী শিবলু, ব্যাংকার আমির হোসেন ম্যানেজার, কামাল হোসেন আমিরী, সৈয়দ মোদাচ্ছের আমিরী, মুস্তাকিম আমিরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া, ইমরানুল আলম, মোহাম্মদ ঈসমাইল, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিক হাসান, পটিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ্ আমিরী, আবদুল আলম, আবদুল্লাহ আল নোমান, মোঃ ইকবাল, জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল প্রমূখ। পটিয়ার গণমানুষের নেতা মুহাম্মদ বদিউল আলম’র দ্রুত রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন আউলাদে আমির বদরোজ্জোদা আমিরী (মা:জি:আ)

যুবলীগ নেতা মুহাম্মদ বদিউল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

দৃষ্টিতে পরিবর্তনশীল চট্টগ্রাম, এই স্লোগান নিয়ে ২০১৬ সালের ৫ই এপ্রিল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাত্রা শুরু হয় আজকের কর্ণফুলী । শুরু থেকেই আজকের কর্ণফুলী র উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সংবাদ সঠিকভাবে প্রকাশ করে সমাজ এবং প্রশাসনের সামনে তুলে ধরা। আজ ৮ বছর পদার্পণ করছে চট্টগ্রাম হতে প্রকাশিত আজকের কর্ণফুলী পত্রিকা। এ সম্পর্কে আজকের কর্ণফুলী পত্রিকার নির্বাহী সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের কর্ণফুলী ও আমাকে ভালোবেসে আজকের উপস্থিতি সকলকে আজকের কর্ণফুলী পরিবারের পক্ষ হতে শুভেচ্ছা জানায়। এই সময় বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রকাশক, ও কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। বর্ষপূর্তি অনুষ্টানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চট্টলা পোষ্ট এর সত্বাধিকারী সাংবাদিক শিব্বির আহমেদ ওসমান, হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক মিজান উল্লাহ সমরকান্দি, দিদারুল আলম, এশিয়ান টিভি’র অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক এম. আর. তাওহীদ, সাপ্তাহিক নব অভিযান এর বার্তা সম্পাদক আবুল কাশেম, চট্টগ্রামের পাতা সহ-সম্পাদক শাহাদাত হোসেন, একে অপু, মোবারক হোসেন ভূঁইয়া, আব্দুল কাদের রাজু, মাহমুদ হায়দার জীবন, ফয়সাল সিকদার, ডাঃ প্রবীর বড়ুয়া, মিজানুর রহমান, রুপা আক্তার, ইয়াছমিন আক্তার, মোঃ সুমন, হাজ্বী একরাম হোসেন, আব্দুল কাদের প্রমুখ। আজকের কর্ণফুলী ৮ম বর্ষপূর্তি অনুষ্টান শুরুতে পথচারীদের ইফতার দেওয়া আলোচনা সভা ইফতার মাহফিল, বর্ষপূর্তি কেক কেটে আগামী দিনের সুন্দর সুপরিকল্পনা প্রত্যাশা করেন। সার্বিক সহযোগিতা ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ফোরাম।

৮ম বছর পদার্পণ করছে আজকের কর্ণফুলী পত্রিকা