স্বাধীনতা দিবসে কুমিল্লা জেলা আনসার ভিডিপি কার্যালয় এর আয়োজনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃ টিপু সুলতান
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২২৭ Time View

স্বাধীনতা দিবসে কুমিল্লা জেলা আনসার ভিডিপি কার্যালয় এর আয়োজনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লা জেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আজ অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেঞ্জ পরিচালক আবদুল আউয়াল পিভিএস, পিএএম। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ জেলা কমান্ডেন্ট অবসরপ্রাপ্ত, মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অবসরপ্রাপ্ত ও মুক্তিযোদ্ধা মোঃ মোবারক সরকার ,ইউনিয়ন দল নেতা দাউদকান্দি ,আব্দুল মান্নান থানা আনসার ভিডিপি কর্মকর্তা অবসরপ্রাপ্ত সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বীর মুক্তিযোদ্ধাগণ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বদেশ প্রেমে উজ্জীবিত হয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে , আমাদের এই সবুজ শ্যামল স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা জেলা কার্যালয়ের আয়োজনে আমরা আজ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,জেলা সহকারী কমান্ডেন্ট শহিদুল ইসলাম ও মিনারা বেগম, সার্কেল এ্যাডজুটানট মোঃ মনিরুল ইসলাম, ও তানজির আসাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category