১৩১৫৭ টি খতমে কুরআন আদায় : কাগতিয়া দরবারের খতমে কুরআন মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ আব্দুল কাদের
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

১৩১৫৭ টি খতমে কুরআন আদায় : কাগতিয়া দরবারের খতমে কুরআন মাহফিল সম্পন্ন ধরার বুকে রহমত-বরকত-নাজাতের সাওগাত নিয়ে আগমন করেছে পবিত্র মাস রমজান। প্রিয় রাসুলের হাদিস শরীফ মতে, এই মাসে বেহেশতের রহমতের দরজা সমূহ খুলে দেয়া হয়, দোযখের দরজা বন্ধ করে দেয়া হয়, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, প্রতিটি আমলের সাওয়াব ৭০ গুণ বৃদ্ধি করা হয় এবং এ মাসেই পবিত্র কুরআন মাজীদ নাযিল হওয়াতে রমজান মাসের গুরত্ব- ফজিলত আরো অধিকহারে বেড়ে যায়। সিয়াম-সাধনার পাশাপাশি তাহাজ্জুদ, জিকর-আজকার, কুরআন তেলাওয়াত, নফল ইবাদত-বান্দেগিতে মানুষের মাঝে ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রেরণা জাগে। খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) সমস্ত জীবন ফয়েজে কুরআন এর মাধ্যমে মানুষের ক্বলবকে কুরআনের নূর দিয়ে রাঙিয়েছেন, কুরআনের চেতনা ধারণে ও কুরআনের নূর গ্রহণে উজ্জিবীত করেছেন। কুরআন তেলওয়াতের মর্মকে এমনভাবে উপলব্ধি করিয়েছেন যার মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন ঐতিহাসিক খতমে কুরআন মাহফিল। মুসলিম মিল্লাতের মাঝে পবিত্র কুরআনের সুধা বিতরণে বর্তমান বিশ্বে এ এক অনন্য এবং অভূতপূর্ব জাগরণ। প্রতিবছরের ন্যায় রোববার (২৬ মার্চ) সকাল ৯টা হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে অনুষ্ঠিত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব, দরবারের মহীয়সী রমণী জমানার রাবেয়া বসরী রূহানী আম্মাজান (রহ.) এর সালানা ওফাত শরীফ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঐতিহাসিক খতমে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, এ বছর ১৩১৫৭টি খতমে কোরআন, ৫৮৭টি তাহলিল, ৫৯টি খতমে ইউনূচ ও ৪৭ টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয়।মাহফিল শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় কোলাগাঁও ইউনিয়নে দোয়া মাহফিল। সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল শুক্রবার (৭ই এপ্রিল) বাদে মাগরিব পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, মাওলানা জয়নাল আবেদিন, শাহ্জাদা হাজী মাহবুব আলম গরিবী, আবু তাহের, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শফি, মোহাম্মদ নাসির, আবদুল রহিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, আবদুল আজিজ, মোহাম্মদ আরমান প্রমূখ। পটিয়ার গণমানুষের নেতা মুহাম্মদ বদিউল আলম এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদিন।

মুহাম্মদ বদিউল আলম এর সুস্থতা কামনায় কোলাগাঁও ইউনিয়নে দোয়া মাহফিল

যুবলীগ নেতা মুহাম্মদ বদিউল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শুক্রবার (৭ই এপ্রিল) বাদে জুমা পটিয়া হযরত আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ্ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আউলাদে আমির বদরোজ্জোদা আমিরী, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুজ্জামান আমিরী শিবলু, ব্যাংকার আমির হোসেন ম্যানেজার, কামাল হোসেন আমিরী, সৈয়দ মোদাচ্ছের আমিরী, মুস্তাকিম আমিরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া, ইমরানুল আলম, মোহাম্মদ ঈসমাইল, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিক হাসান, পটিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ্ আমিরী, আবদুল আলম, আবদুল্লাহ আল নোমান, মোঃ ইকবাল, জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল প্রমূখ। পটিয়ার গণমানুষের নেতা মুহাম্মদ বদিউল আলম’র দ্রুত রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন আউলাদে আমির বদরোজ্জোদা আমিরী (মা:জি:আ)

যুবলীগ নেতা মুহাম্মদ বদিউল আলম এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

দৃষ্টিতে পরিবর্তনশীল চট্টগ্রাম, এই স্লোগান নিয়ে ২০১৬ সালের ৫ই এপ্রিল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাত্রা শুরু হয় আজকের কর্ণফুলী । শুরু থেকেই আজকের কর্ণফুলী র উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সংবাদ সঠিকভাবে প্রকাশ করে সমাজ এবং প্রশাসনের সামনে তুলে ধরা। আজ ৮ বছর পদার্পণ করছে চট্টগ্রাম হতে প্রকাশিত আজকের কর্ণফুলী পত্রিকা। এ সম্পর্কে আজকের কর্ণফুলী পত্রিকার নির্বাহী সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের কর্ণফুলী ও আমাকে ভালোবেসে আজকের উপস্থিতি সকলকে আজকের কর্ণফুলী পরিবারের পক্ষ হতে শুভেচ্ছা জানায়। এই সময় বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রকাশক, ও কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। বর্ষপূর্তি অনুষ্টানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন চট্টলা পোষ্ট এর সত্বাধিকারী সাংবাদিক শিব্বির আহমেদ ওসমান, হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক মিজান উল্লাহ সমরকান্দি, দিদারুল আলম, এশিয়ান টিভি’র অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক এম. আর. তাওহীদ, সাপ্তাহিক নব অভিযান এর বার্তা সম্পাদক আবুল কাশেম, চট্টগ্রামের পাতা সহ-সম্পাদক শাহাদাত হোসেন, একে অপু, মোবারক হোসেন ভূঁইয়া, আব্দুল কাদের রাজু, মাহমুদ হায়দার জীবন, ফয়সাল সিকদার, ডাঃ প্রবীর বড়ুয়া, মিজানুর রহমান, রুপা আক্তার, ইয়াছমিন আক্তার, মোঃ সুমন, হাজ্বী একরাম হোসেন, আব্দুল কাদের প্রমুখ। আজকের কর্ণফুলী ৮ম বর্ষপূর্তি অনুষ্টান শুরুতে পথচারীদের ইফতার দেওয়া আলোচনা সভা ইফতার মাহফিল, বর্ষপূর্তি কেক কেটে আগামী দিনের সুন্দর সুপরিকল্পনা প্রত্যাশা করেন। সার্বিক সহযোগিতা ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ফোরাম।

৮ম বছর পদার্পণ করছে আজকের কর্ণফুলী পত্রিকা