তোহফা For Mankind . হারামের কোটি নয় হালালের এক চাই।

কে এম আবুল কাশেম বাহাদুর
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ Time View

তোহফা For Mankind হারামের কোটি নয় হালালের এক চাই। এই স্লোগান কে সামনে রেখে। ইহা একটি ধর্মীয় অরাজনৈতিক সং ঘ। এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালকঃ হযরতুল আল্লামা আলহাজ্ব মুফতি মাওলানা মুহাম্মদ শাহজাদা সৈয়দ সাইফুল ইসলাম বারী মাঃ জিঃ আঃ সাহেব। তিনি বলেন নিশ্চয়ই রোজাদার আল্লাহর মেহমান পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারো তোহফা For Mankind এর উদ্যোগে আল্লাহ পাকের মেহমানদের সর্বস্তরের ও রোজাদারদের সেহরি ও ইফতারের ব্যবস্থা ও ইন্তেজাম রয়েছে ইনশাআল্লাহ প্রতি বছরের ন্যায় এ বছরও দেশীব্যাপী ও মাস ব্যাপী সেহেরী ও ইফতারের ব্যবস্থা রয়েছে তিনি আরো বলেন দেশ এবং দেশের বাহিরে প্রত্যেকের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যেতে চাই এই সংগঠনের প্রত্যেকটা শাখার যাহাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাল্লাহ তারা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত আমি আবারো সকলের আন্তরিকতা এবং ভালোবাসা মুগ্ধ হয়ে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ যেন আমাদের সকলের এই সংগঠনের দিনরাত পরিশ্রম করে হেকমত করতেছেন সকলের দোয়া যেন আল্লাহ কবুল করে আমিন ছুম্মা আমিন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category