পটিয়া আইনজীবি সমিতির সাথে বদিউল আলমের মত বিনিময়।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১১৭ Time View

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, দেশে উন্নয়ন চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে। কিন্তু একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। তাদের থেকে সজাগ থাকার আহবান জানান। ১৭ জুলাই সোমবার বিকেলে চট্টগ্রামের পটিয়া আইনজীবি সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় যুবলীগ নেতা এ কথা বলেন। পটিয়া আদালতের পিপি এডভোকেট বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় বক্তব্য রাখেন পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আশিষ কুমার চৌধুরী, সাবেক সভাপতি বলরাম কান্তি দাশ, কে.এম শাহজাহান চৌধুরী, মো. ইছহাক, অজিত কুমার দাশ, মো. আইয়ুব, পটিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মিন্টু আচার্য্য, সহ-সভাপতি এডভোকেট খুরশিদ আলম, সাবেক সাধারণ সম্পাদক অনুপম নাথ, মাহবুবা আজমীরি মিষ্টি, নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক ছৈয়দ নুর মোস্তফা, জমিউর আলম, শামসুল আলম, টিপু কুমার নাথ, রেফায়েল হাসান ফারুকী, মোঃ শিহাব, সুজন কান্তি দেব, এডভোকেট মহিউদ্দিন, অনিক দে যীশু, এডভোকেট কামাল হোসাইন। মতবিনিময় সভায় আইনজীবিরা বলেন, যোগ্য নেতার অভাবে পটিয়া আদালত অবহেলিত। ১৪০ বছরের পুরনো পটিয়া আদালতটি এখন জরাজীর্ণ। বিচারক ও আইনজীবিরা ঝুঁকি নিয়ে বিচার কার্যক্রম করছে। যে কোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে। জরাজীর্ণ ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category