জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগান – মুহাম্মদ বদিউল আলম।

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২১১ Time View

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগান – মুহাম্মদ বদিউল আলম। ২২ জুলাই শনিবার সকাল ১১টায় পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের উদ্যোগে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরকানাই গ্রামে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্টিত হয়। বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ ছফা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম।সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সৃজনশীল প্রকাশকের সহ-সভাপতি রেহেনা চৌধুরী, সমাজ সেবক আবুল কালাম আজাদ, আবুল বশর, আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ, মোঃ ইউসুফ, আবু জাফর, শ্রমিক নেতা শামসুল আলম, যুবলীগ নেতা রিটন বড়ুয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ। মুহাম্মদ বদিউল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, সবাইকে পরিবেশ বাঁচানোর জন্য আহ্বান জানাতে চাই, কারণ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা আমাদের কর্তব্য। আমরা পটিয়ার বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছি, আমি আশা করি আপনারা সকলে এটি অনুসরণ করবেন। আমি চাই জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। তাই আমি সবাইকে গাছ লাগাতে আহবান জানাচ্ছি। প্রত্যেককে তিনটি গাছ লাগাতে অনুরোধ জানাচ্ছি এবং সম্ভব না হলে অন্তত একটি গাছ লাগাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category