ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানা ঘটনা রয়েছে – মুহাম্মদ বদিউল আলম।

নিজস্ব প্রতিনিধিঃ এম আর তাওহীদ
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৪৩ Time View

পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া ১০দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের ৭ম দিবস গতকাল ২৫শে জুলাই মঙ্গলবার দক্ষিণ আশিয়া গাউছিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মুহাম্মদ বদিউল আলম বলেন, মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) এর মক্কা থেকে মদিনায় হিজরতের দিন থেকে হিজরি বছর গণনা করা হয়। পৃথিবীর সব মুসলিম দেশ অত্যন্ত মর্যাদার সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরণ করে এ মহরমকে। এটি একটি তাৎপর্যপূর্ণ মাস। ইসলামের ইতিহাসে এ মাসে স্মরণীয় নানা ঘটনা রয়েছে। এ মাসে কিছু মহিমান্বিত রজনী রয়েছে। এ মাসের ইবাদতের তাৎপর্যও অনেক বেশি। তাইতো আরবি প্রথম মাস মহরমকে আরও তাৎপর্যপূর্ণ করতে এই মাহফিলের আয়োজন। মনে রাখতে হবে ধর্মীয় সংস্কৃতির যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে। বর্তমান যুব সমাজকে নানাভাবে অনৈতিক-অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতিচর্চা খুবই গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category