সুন্নিয়তের সংস্কৃতির ভিত্তি পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল – মুহাম্মদ বদিউল আলম। গতকাল ২৭শে জুলাই বৃহস্পতিবার পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ১০দিন ব্যাপী পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিবস অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, সুন্নিয়তের সংস্কৃতির ভিত্তি কারবালা মাহফিল। চট্টগ্রাম দেশের নৈতিকতাধর্মী সাংস্কৃতিক চর্চার পাঠ-পীঠ। মাইজভান্ডারী, সিরিকোটি ও দরবারে ইছাপুরীসহ অন্যান্য সুন্নি দরবারের মহাত্মা মনীষীরা এখানে ইসলামি সংস্কৃতির যে মশাল জ্বেলে গেছেন, তাতে ইমান আকিদা সুরক্ষার দিশা পাচ্ছেন সর্বস্তরের মুমিন মুসলমানেরা। জশনে জুলুশ, ওরশ মাহফিল এবং আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ও হিজরি নববর্ষ পালনের কারণে চট্টগ্রামের সাংস্কৃতিক ঔজ্জ্বল্য দিন দিন বিকশিত হচ্ছে। এতে বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন ও মোতোয়াল্লিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দ উপস্থিত ছিলেন।