সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তার উপরে রাজারহাট ব্লক এরিয়ায় পথসভা

কলকাতা প্রতিনিধিঃ আসাদ আলী
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৪ Time View

১লা অক্টোবর, ২০২৩ হইতে ৭-অক্টোবর, ২০২৩ পর্যন্ত মাতৃদুগ্ধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজারহাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মাধ্যমে। আছেন রাজারহাট ব্লক এরিয়ার সমস্ত শিশু বিকাশ সেন্টারের কর্মী ও সহায়িকা গণ, এছাড়াও রাজারহাটের শিশু বিকাশ সেবা প্রকল্পের মূল কেন্দ্রের কর্মকর্তা গণ ও রাজারহাট ব্লক অফিসের বিভিন্ন কর্মকর্তা গণ। ছিলেন বিডিও ঋষিকা দাস, সিডিপিও উৎকর্ষ সাউ, আর বি টু এর সুপারভাইজার টুটুন মুখার্জী, পাথরঘাটা পঞ্চায়েতের সুপারভাইজার সুস্মিতা সাহা, চাঁদপুর পঞ্চায়েতের সুপারভাইজার রানিমা ভট্টাচার্য, ব্লকের মেডিকেল অফিসার অরূপ কুন্ডু, রেকজোয়ানি স্বাস্থ্য দপ্তরের সৈয়েদা আনজুম, বাউল নৃত্যে ছিলেন সন্ধ্যা হাইত মিস্ত্রি, বাউল গানের রচয়িতা টুটুন মুখার্জী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category