অন্যায়ের প্রতিবাদই কারবালার শিক্ষা : মুহাম্মদ বদিউল আলম।

নিজস্ব প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২১৮ Time View

অন্যায়ের প্রতিবাদই কারবালার শিক্ষা : মুহাম্মদ বদিউল আলম। উত্তর ছনহরা পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ২দিন ব্যাপী কারবালা মাহফিলের সমাপনী দিবস গতকাল ৫ই আগস্ট উত্তর ছনহরা নজির মার্কেট দোকানের মোড়ে অনুষ্টিত হয়েছে। উদ্ভোধক ছিলেন ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবু জাফর। প্রধান অতিথি ছিলেন পটিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন মিশর আল-আযহারী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাওলানা ছৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী। উত্তর ছনহরা আকবর সিকদার জামে মসজিদের সভাপতি শেখ আবু নাসের এর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল। বিশেষ বক্তা ছিলেন শেয়ারপাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল আলম, উত্তর ছনহরা আকবর সিকদার জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন, উত্তর ছনহরা বায়তুল ইকরাম জামে মসজিদের সাবেক খতিব হাফেজ শায়ের আমিন রেজা কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ছনহরা ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ সিকদার, বিশিষ্ট সমাজসেবক আবদুল মাবুদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য খন্দকার মোখতার আহমদ আরিফ, আওয়ামী লীগ নেতা ফজল আহমেদ দৌলতী, কাজী আল মামুন, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল প্রমূখ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদই কারবালার শিক্ষা মন্তব্য করে প্রধান অতিথি’র বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেছেন, আশুরা দিবসে হজরত ইমাম হোসাইন (আ.) কারবালায় অন্যায়, অবিচার, স্বৈরশাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের জন্য রণাঙ্গনে অকুতোভয় লড়াই করে শাহাদাৎবরণ করেন। কিন্তু তিনি অসত্য, অধর্ম ও অন্যায়ের কাছে মাথানত করেননি। ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবনবাজি রেখে সপরিবারে প্রাণ বিসর্জন দিয়েছেন। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য ইমাম হোসাইনের (আ.) বিশাল আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত। বিশ্ববাসীর কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে প্রতিরোধ সংগ্রামের এক জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন। মুহাম্মদ বদিউল আলম বলেন, ঐতিহাসিক ১০ মুহররম চিরকাল বিশ্বের নির্যাতিত, অবহেলিত এবং বঞ্চিত মানুষের প্রতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগাবে। কারবালার রক্তাক্ত সিঁড়ি বেয়েই ইসলামের পুনরুজ্জীবন ঘটে। কারবালা ট্রাজেডির বদৌলতেই ইসলাম স্বমহিমায় পুনরুজ্জীবিত হয়েছে। তিনি বলেন, কারবালার শোকাবহ ঘটনায় চিরন্তন সত্যের মহাবিজয় হয়েছিল এবং বাতিলের পরাজয় ঘটেছিল। সুতরাং আশুরার এ মহিমান্বিত দিনে শুধু শোক বা মাতম নয়, প্রতিবাদের সংগ্রামী চেতনা নিয়ে হোক চিরসত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই, প্রয়োজনে আত্মত্যাগ- এটাই মুহররমের অন্তর্নিহিত শিক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category