সদ্য নিবন্ধিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী’র পক্ষ থেকে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ১৫ আগষ্ট (মঙ্গলবার) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩, ৪,৫,৬,৭, ৮ নং ওয়ার্ড এবং সাতকানিয়া উপজেলা খাগরিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করে পার্টি’র একটি প্রতিনিধি দল। পার্টি’র প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন, মাইজভান্ডার দরবার শরীফের খাদেম গাজী সালাউদ্দীন মাইজভাণ্ডারী, বিএসপি চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ শরিফুর রহমান, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম জেলা সহসভাপতি মোহাম্মদ আজিজুল হক, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন রাজিব, আইটি বিষয়ক সম্পাদক পাবেল মাহমুদ, দপ্তর সম্পাদক মহিব উল্লাহ চৌধুরী, শাহজাদা সৈয়দ জুনায়েদুল আনোয়ার, সৈয়দ মিজানুর রহমান, হাফেজ মাওলানা কেরামত আলী, মোহাম্মদ সুজন, মোহাম্মদ আবু চৌধুরী প্রমুখ। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।