বাংলাদেশ ছাত্রলীগ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কমিটি গঠন করা হয়েছে। ৩০ জুলাই বুধবার এক এক আনুষ্ঠানিকতায় বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আনোয়ার এর স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৮ জন বিশিষ্ট নব কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি তানভীর মোহাম্মদ আছহাব, সহ-সভাপতি অভি নাথ,সহ-সভাপতি আমির খসরু, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন রাব্বি, আসিফ খান,সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন জিসান,ও আশরাফ উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক করে,এক বছরের জন্য আংশিক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।