পটিয়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৭৭৬ Time View

২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন জঙ্গিবাদী বিএনপি জামাত জোটের প্রত্যক্ষ মদদে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়ার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার সন্ধ্যায় শান্তিরহাটে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন। পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা অধ্যাপক আজিজুল হক মানিক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, যুবলীগ নেতা রিটন বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, জয়নাল আবেদিন ফরহাদ, সাহাবুদ্দীন সাদি, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবদুল করিম ইমন, আবদুর শুক্কুর, উৎপল শীল, মোঃ শফি, সাইফুল ইসলাম রাসেল, আবদুল আল মণি, বাদশা মিয়া, অভি, ছাত্রলীগ নেতা সাজ্জদ হোসাইন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, আজকে সেই ভয়াল ২১ আগস্ট, এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছিলো। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুনীরা হত্যা করতে পারেনি। তাই সেই অসমাপ্ত কাজকে এদিন সমাপ্ত করতে চেয়েছিলো। কিন্তু আল্লাহর অসীম রহমতে প্রধানমন্ত্রী বেঁচে গেছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে ছিলেন এবং আছেন। পটিয়ার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার-প্রচারণা করছেন এবং বন্যায় কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এর আগে করোনাকালীন সময়ে পটিয়ার প্রত্যেকটি গ্রামে গ্রামে মাক্স, হ্যান্ডস্যানিটেজার, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। পরে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি