জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ৩১শে আগস্ট বাদে মাগরিব পটিয়ায় কর্ণফুলী কমিউনিটি সেন্টারে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মেজবান অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মোঃ নুরুল আলম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিক হাসান। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সহ-সভাপতি আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম-আহবায়ক মোঃ এখলাস মিয়া, হাজী নুর মোহাম্মদ, মোঃ শাহ আলম, মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা অধ্যাপক আজিজুল হক মানিক। আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার দুলাল, আবু ছৈয়দ লালু, হাসান শরীফ, ইকবাল হোসেন, নির্মাণ শ্রমিক লীগ নেতা আসহাব মিয়া, তৈয়ব আলী, মামুনুর রশীদ, মোরশেদ আলম, ফারুক আহমেদ, সাইফুদ্দীন ভোলা, হারুনুর রশীদ, যুবলীগ নেতা রিটন বড়ুয়া, আবদুল আউয়াল, আনোয়ার হোসেন, আবু তৈয়ব, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, আবদুর শুক্কুর, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল, মোঃ বাবু, মোঃ জাহেদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলা গড়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তানের দালালরা যারা চেয়েছিল বাংলাদেশে পাকিস্তানের শাসন কায়েম করতে তারা এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি। তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলো। ভাগ্যক্রমে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা বেঁচে গিয়েছিলেন। আজ শেখ হাসিনা তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তারই হাত ধরে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে। তিনিই কেবল সোনার বাংলা গড়তে পারেন। বাংলাদেশের উন্নয়ন কেবল নৌকার জয় দিয়েই সম্ভব। তিনি আরো বলেন, ১৫ আগস্ট দিনটির কথা মনে করলেই কষ্ট হয়। আমরা সেদিন কেবল একজন রাষ্ট্রপতিকেই হারাইনি, হারিয়েছিলাম বিশ্বমানের এক নেতাকে। যিনি এই বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করার স্বপ্ন দেখেছিলেন। আসুন আমরা সবাই শোককে শক্তিতে রুপান্তর করি। বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি, বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করবেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।