সাংবাদিকতা একটি মহৎ পেশা ও পবিত্র দায়িত্ব

নিজস্ব প্রতিনিধিঃ মোঃ ইয়াছিন চৌধুরী
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬ Time View

দৈনিক সত্যের খোঁজে আমরা ভোলা জেলা 📝 প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। সংবাদিকতা একটি মহৎ পেশা ও পবিত্র দায়িত্ব। দেশ জাতির জন্য কিছু করা ! সঠিক সময়ে দৈনিক সত্যের খোঁজে আমরা সঠিক খবর সবার মাঝে তুলে ধরা, নিঃস্বার্থভাবে সত্যের পথে চলা ! বাংলাদেশের বিভিন্ন জেলার সংবাদ সংগ্রহের মাধ্যমে দেশ এবং জাতির স্বার্থে সংবাদ পরিবেশন করা। রক্ত ছাড়া মানুষ বাঁচেনা, আর সংবাদ ছাড়া দেশ অচল টাকার মতো। সত্য সংবাদের হাত ধরেই দেশ এগিয়ে যায়। সাংবাদিকতা সভ্যতার অংশ। সাংবাদিকতার পথেই সভ্যতার চলাচল। এখানে সঠিক সংবাদ পরিবেশনের অভাবে হলুদ আর নীল অনেক সময় সবুজের জায়গা দখল করে। আর এই হলুদ আর নীলকে সবুজ করার জন্য চাই সঠিক সংবাদ। সংবাদে একজন ক্ষুদে সাংবাদিকেরও ভূমিকা আছে। আবার হলুদ সাংবাদিকতা নিরসনে সিনিয়র সাংবাদিকের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতায় শিক্ষক ও সুধীজনের ভূমিকা আরো বেশী। আমরা আপামোর জনসাধারণকে নিয়েই আছি। সকলের জন্যই সংবাদ, আবার সংবাদ সকলের জন্য। তাই আমরা সত্যের খোঁজে অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে আপনাদের ভালোবাসায় সঠিক সময়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। এই কামনায় আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

ধন্যবাদান্তে
📝 সম্পাদকঃ মোঃ রুবেল
📝 প্রকাশকঃ মোঃ জিসান।
🖋সত্যের খোঁজে-আমরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category