হবিগঞ্জের আদালত থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধিঃ এস আই মামুন
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার সময় চান্দ বাদশা ওরফে চান্দ মিয়ার ছেলে রাজু কৌশলে হাতকড়া নিয়ে পালিয়ে যান। ঘটনার পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানায় হাতকড়াসহ পলাতক রাজুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মামলা রুজু হয়। হবিগঞ্জ আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিন দিন পর আসামি রাজুকে (২৭) সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তি ফোর্স নিয়ে ভারতীয় সীমান্তঘেঁষা বহরামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। সেখানে আসামির কথিত শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে। এর আগে শনিবার দুপুরে মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর পশ্চিম পাড়া রাজুর বাড়ি থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, জি আর ৩৬৫/২৩ মাদক মামলার আসামি হিসেবে গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার সময় চান্দ বাদশা ওরফে চান্দ মিয়ার ছেলে রাজু কৌশলে হাতকড়া নিয়ে পালিয়ে যান। ঘটনার পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানায় হাতকড়াসহ পলাতক রাজুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনক কান্তি জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তথ্য-প্রযুক্তির সহায়তা ও সোর্স নিয়োগ করে পালিয়ে যাওয়া রাজুকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category