কুমিল্লায় আনসার ভিডিপি’র ২১ দিন ব্যাপি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্ভোধন

নিজস্ব প্রতিনিধিঃ টিপু সুলতান
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪ Time View

গতকাল ১১/৯/২০২৩ খ্রি: বিকাল ৩.৩০ মি: কুমিল্লায় আনসার ভিডিপি’র ২১ দিন ব্যাপি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্ভোধন করা হয়।জেলা আনসার ও ভিডিপি কার্যালয় কুমিল্লা র প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেঞ্জের রেঞ্জ পরিচালক জনাব মোহাম্মদ আবদুল আউয়াল বি ভি এম,পি ভি এম এস মহোদয়। সি এ রেঞ্জ জনাব তানজির আযাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক জনাব সঞ্জয় চৌধুরী,কোর্স অ্যাডজুট্যান্ট ও সি এ মোঃ মনিরুল ইসলাম।বক্তারা ২১ দিন ব্যাপি অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্দেশ্য ও সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ পরিচালক জনাব আবদুল আউয়াল বলেন একুশ শতকের একটি স্মার্ট,সমৃদ্ধশালী ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রয়োজন একটি শিক্ষিত ও দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নাই। আনসার ভিডিপি দক্ষ ও সচেতন জনশক্তি তৈরীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের জনগোষ্ঠিকে সচেতন করে তুলছে।তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিক ভাবে প্রশিক্ষণটি গ্রহন করার আহবান জানান। প্রশিক্ষণ গ্রহন করে নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ,মাদক ও ইভ টিজিং এর বিরুদ্ধে রূখে দাড়ানোর আহবান জানান। এছাড়া তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সকলকে ফায়ারিং সহ সকল কার্যক্রমে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের আহবান জানান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category