চট্টগ্রামে বোয়ালখালী পৌরসভার বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা,র সহ-সভাপতি মৌলনা মুহাম্মদ ইরফানুল করিমের বিরুদ্ধে ফেইসবুকে ছবিও নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ উঠেছে। ফেইসবুকে একাধিক আইডি থেকে আমাকে জড়িয়ে কুরুচিপূর্ণ অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন। গত কয়েকদিন ফেইসবুকে অপপ্রচারের বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন তার প্রেক্ষিতে গত সোমবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে তার মিমাংসা করা হয়।মৌলানা মুহাম্মদ ইরফানুল করিম উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার বাসিন্দা সে গাউছিয়া কমিটি গোলদারপাড়া শাখার সভাপতি, ছবিল আমিন,হাজী কোরবান আলী দাখিল মাদ্রাসার শিক্ষক ও পশ্চিম কধুরখীল ২নং ওয়ার্ডের সিরাজুম মুনিরা জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। মোঃ জাহেদ বলেন,গাউছিয়া কমিটি গোলদারপাড়া শাখা সহ-সভাপতি,র বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য কয়েকটি অনলাইন ও ফেসবুকে পরিবেশন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’। মৌলনা মুহাম্মদ ইরফানুল করিম বলেন,বর্তমানে একশ্রেণীর কুচক্রী মহল অতি উৎসাহীত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমাকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারে নেমেছে। ফেইসবুক ভাইয়েরা আপনারা যারা আমার শুভাকাঙ্খাক্ষী রয়েছেন,ওই মিথ্যা ও বানোয়াট তথ্য কেউই বিশ্বাস না করার জন্য অনুরোধ করেন তিনি।