শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে – মুহাম্মদ বদিউল আলম

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৭ Time View

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পটিয়া পোষ্ট অফিস সংলগ্ন মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার দুলাল, শ্রমিক লীগ নেতা শাহ আলম, যুবলীগ নেতা হাসান শরীফ, রিটন বড়ুয়া, মোঃ মামুন, সাইফুল ইসলাম শাহীন, সাইফুদ্দীন ভোলা, সুজন বড়ুয়া, আবদুল আউয়াল, সাইফুল আজম রুনেল, মোঃ মাহাবুব, মোঃ আমিন, আবু তৈয়ব, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মাসুদুল ইসলাম, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন, নুরুল ইসলাম রুবেল, মোঃ বাবু প্রমূখ। প্রধান অতিথি’র বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজকে উন্নয়নে বিশ্বের রোল মডেল। আজকে প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ আজকে সমান তালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।তিনি আরো বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই উন্নয়ন হয়। শুধু চট্টগ্রামে নয়, গোটা বাংলাদেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ গণমানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে। আওয়ামী লীগ হাওয়া ভবনের দল নয়, লুটপাট করার দল নয়। নিতে নয়, দিতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category