ডাক্তার হাসান মির্জা স্মরণিকা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

কলকাতা প্রতিনিধিঃ আসাদ আলী
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

গত ১৬/৯/২০২৩ তারিখ শনিবার উলুবেড়িয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক প্রয়াত হাসান মির্জা সাহেবের ষষ্ঠতম প্রয়াণ দিবসে তাঁর বাসভবন ‘তাহের মঞ্জিল’ এ প্রায় ৭০-৮০ জন হোমিও চিকিৎসক কবি সাহিত্যিক সাংবাদিক ও চলচ্চিত্রকারের উপস্থিতিতে সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল তার ষষ্ঠতম স্মরণ সভা। মাওলানা হাফিজুর রহমান সাহেবের কোরআন পাঠ ও দোয়ার মাধ্যমে শুরু হয় সভার সূচনা। সভাপতি ছিলেন ডাক্তার ইয়াকুব মির । প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ আরিফ, বিশেষ অতিথি ডাক্তার মিলন সেনগুপ্ত, বিশিষ্ট হোমিও ওষুধ প্রতিষ্ঠান ডাঃ উইলমার সোয়েব এর প্রতিনিধি মিস্টার অভিজিৎ ভৌমিক,বিশিষ্ট হোমিও ওষুধ প্রতিষ্ঠান ‘এস.সি.দেব’ এর প্রতিনিধি মিস্টার ইন্দ্রজিৎ দাস, ডাক্তার সাব্বির আহমেদ তালুকদার, বিশিষ্ট ডাক্তার কাজী মোহিত, ডাক্তার মানোস বিকাশ মণ্ডল,ডাক্তার শেখ ফারিন সাহাজ, আন্তর্জাতিক স্তরের তথ্যচিত্রকার মুজিবর রহমান, বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম, রাজ্যের প্রথম মহিলা বি এ এম এস ডাক্তার নাজমান লায়েল, ডাক্তার কৌশিক চ্যাটার্জী, ডাক্তার শান্তনু ভাদুড়ী, ডাক্তার আশিস কুমার রায়, ডাক্তার নুর মোহাম্মদ, ডাক্তার অধীর কৃষ্ণ মন্ডল, উলুবেড়িয়ার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমির উদ্দিন মোল্লা, অধ্যাপক ডাক্তার সুজয় পালিত, অধ্যাপক ডাক্তার দেবাঞ্জন শাসমল ডাক্তার বিভাস পাল ডাক্তার, ‘বেডস’-এর আমিনুল সাহেব প্রমূখ । সভাপতি ও অতিথিগণকে ব্যাচ পরিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে আগত সমস্ত গুণীজন কে মেমেন্টো ও উত্তরীয় সহ সম্মাননা জানানো হয় । সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ডাক্তার আসাদ আলী সহযোগিতায় বিশিষ্ট ডাক্তার কাজী মহিত সাহেব। যাবতীয় উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনায় সম্পাদক ডাক্তার এন হক সাহেব এবং সহযোগিতায় উইলমার শোয়েব অফ ইন্ডিয়া ও ‘এস.সি.দেব.’নামক দুটি জনপ্রিয় হোমিও ওষুধ প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category