টাকার নামে প্রতারনা করতে গিয়া মহিদুল (২২)ও তার সঙ্গী মাইনুল ইসলাম মিলন(২৪) নামক দুই যুবক আটক হয়েছেন।

ঢাকা প্রতিনিধিঃ লীমা আকতার
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

গত ১৭/০৯/২০২৩ তারিখ সিপিসি -২ RAB -4 নবীনগর RAB ক্যাম্প., ১৭/০৯/২০২৩ ইং মূলে ডিউটিরত টহল টিমের ইনচার্জ জেসিও – ৯৪১৯ না:সুবে মো: শাহ আলম এর নেতৃত্বে। ভোক্তভূগী নওশীন রহমান জানান গত ১০/০৯/২০২৩ তারিখ আনুমানিক দুপুর ১ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় এই মহিদুল এর সাথে পরিচয়ের একপর্যায়ে মহিদুল ইসলাম (২২) আমাকে জানায় যে, তাদের কে যত টাকা দিব তারা আমাকে দ্বিগুন টাকা দিবে। আমি সরল বিস্বাসে তাদের কথা মত ১৫/০৯/২০২৩ ইং দুপুর ১২:৪২ সময় তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১০,০০০ হাজার টাকা পাঠাই। পরবর্তীতে তারা মোবাইল নম্বরটি ব্লোক করে দেয়। আমি অন্য নম্বর হতে তার সাথে যোগাযোগ করলে সে আমাকে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়া শুভাপুর ওয়েক্স গামেন্টস এর সামনে আসতে বলে। তার কথা মতে আমি ইং ১৬/০৯/২০২৩ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় তার দেওয়া স্থানে হাজির হলে মহিদুল ও তার সঙ্গী মিলন দেখা হওয়া মাত্রই আমার কাছে টাকা আছে কিনা তা জানতে চাইলে আমি সরল বিস্বাসে বলি যে, আমার কাছে ৫০০০ হাজার টাকা আছে। তখন তারা বলে যে, আপনার ৫,০০০ টাকা এখন দিলে আমরা আপনাকে আগের টাকা সহ দ্বীগুন টাকা ফেরত দিব। তারা আমার নিকট হতে প্রতারনা পূর্বক ৫,০০০ টাকা নিয়ে ভয় ভীতি প্রদর্শন করে সুকৌশলে পালিয়ে যায়। তখন আমি বুজতে পারি যে আমি তাদের দ্বারা প্রতারিত হয়েছি। আমি কোন উপায়ান্ত না পেয়ে প্রতারনার বিষয়টি বুঝতে পেরে ত্যাক্ষনিক RAB -4 অবহিত করলে RAB -4 সিপিসি -২ নবীনগর ক্যাম্প এর টহল টিম ঘটনাস্থলে হাজির হয়ে RAB -4 তথ্য ভিত্তিতে ইং ১৭/০৯২০২৩ তারিখ রাত অনুমান ০০:৩ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজফুলবাড়ীয়া শুভাপুর ওয়েক্স গার্মেন্টস এর সামনে হতে মহিদুল ইসলাম (২২) ও তার সঙ্গী মিলন (২৪) গ্রেফতার করে। RAB-4 দ্বয়ের উপস্থিথিতে জিজ্ঞেসাবাদে মহিদুল ইসলাম (২২) ও মিলন (২৪) তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং তাদের অপরাধের কথা স্বীকার করে। তারা আরও স্বীকার করে যে, তারা স্বল্প সময়ের মধ্যে আর্থিক লাভবান হওয়ার উদ্দ্যেশে কৌশলে সহজ সরল মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা পূর্বক আত্মসাৎ করে। আসামীরা অপরাধ মুলক বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারনার মাধ্যমে অসাধুভাবে আমার নিকট টাকা পয়সা আত্মসাৎ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। RAB-4 কর্তৃক আভিযানিক কার্যক্রম শেষে আমি আমার পরিবার পরিজন সহ আত্নীয়স্বজনের সাথে আলাপ আলোচনা করে এজাহার দায়ের করতে বিলম্ব হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে ০৫/০৪/২০২৪ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কাতার চ্যারিটির পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান উপহার প্রদান করেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাউদ ভাই ও ফুলকুড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই ছিলেন পাশাপাশি সার্বিক সহযোগিতায়‌ ছিলেন এলাকার সকল ছোট ভাইয়েরা। এবং এই ঈদ সামগ্রীর আয়োজক ছিলেন আমজাদ হোসেন বাবলু ভাই এডমিন কাতার চ্যারিটি

পাঁচ শতাধিক পরিবার কে ঈদ উপহার দিলো কাতার চ্যারিটি